আখাউড়ায় বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার

0 2

bgb 15-3-16
গত ১৪ মার্চ ২০১৬ তারিখ দিবাগত রাত চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত রাত আনুমানিক ১টায় নায়েক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে আখাউড়া উপজেলার রাজাপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে আজমপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা। এছাড়া একই উপজেলার কাশিনগর এলাকায় ঐ সীমান্ত ফাঁড়ীর পৃথক একটি অভিযানে রাত ৮টায় আরও ১৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি মাদক আটকের বিষয়টি নিশ্চিত করে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে বলে জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares