আখাউড়ায় বজ্রপাতে শ্রমিক নিহত

0 1
 ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামে  বজ্রপাতে শামসুল আলম (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঐ এলাকার মেহের আলীর সবজি জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল আলম নেত্রকোণার বারহাট্টা উপজেলার ছয়গাও গ্রামের বাসিন্দা আব্দুল হাই মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আজ সকালে সবজির জমিতে কাজ করার সময় তিনি বজ্রপাতে আহত হন। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
আখাউড়া থানার ওসি আরিফুল আমিন সাংবাদিককে এ খবরটি নিশ্চিত করে বলেন, লাশ বনগজে আছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া করার কাজ চলছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares