আখাউড়ায় প্রচারণাকালে ছাত্রদলের গাড়ি ভাঙচুর

0 1

chadডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারনা চালানোর সময় ছাত্রদলের দুটি গাড়ি ভাঙ্গচুর করেছে প্রতিপক্ষরা।

শনিবার দুপুর একটার দিকে পৌর এলাকার লালবাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেছে উপজেলা বিএনপির পক্ষ থেকে।

উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী মুসলেহ উদ্দিন কাছে অভিযোগ করেন, সকালে জেলা ছাত্রদলের একটি দল পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মন্তাজ উদ্দিনের পক্ষে প্রচারনা চালানোর জন্য যায়। দুপুরে পৌর এলাকার লালবাজার এলাকায় গাড়ি রেখে অন্যত্র প্রচারনা চালানোর সময় প্রতিপক্ষের লোকজন ছাত্রদলের দুটি মাইক্রোবাসের গ্লাস ভাংচূর করে। কারা তাদের গাড়ি ভাংচূর করেছে তাদের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন তরফদার জানান, বিষয়টি আমি শুনেছি। ঘটনা তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.