আখাউড়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

0 7

মোহাম্মদ জুয়েল:আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় পুকুর থেকে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।নিহত শিশু আজিম(৪)আখাউড়া পৌরশহরের রাধানগর গ্রামের রুবেল মিয়ার সন্তান। রুবেল মিয়া বলেন,গত সোমবার দুপুর ১২টার সময় আমার শিশু সন্তানকে খুজে না পেয়ে এলাকায় মাইকিং করেছি। নিখোঁজের প্রায় ১৭ ঘণ্টা পরে আজ মঙ্গলবার সকাল ৬টায় তার বাড়ির পাশের পুকরের কাদা পানিতে আজিমের নিথর দেহ দেখতে পান স্থানীয় লোককজন।তারপর স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। লাশের মুখে জখমের চিহ্ন থাকায় পরিবারের লোকজন দাবি করছেন কেউ হয়তো তাকে মেরে পানিতে ফেলে দিয়েছে।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরি কল্পনা কর্মকর্তা সিরাজুম মনিরা জানান, শ্বাসরুদ্ধ ও প্যাথলজিক্যাল জন্য মৃত্যুর পর মুখে জখমের চিহ্ন হতে পারে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার ও ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন সকাল ১১ টার সময় ঘটনাস্থল পরির্দশন করে বলেছেন, লাশ মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের পর তার মৃত্যু রহস্য উৎঘাটন হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares