আখাউড়ায় দলিল লেখকের উপর সশস্ত্র হামলা ও ষ্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর:: ঘটনায় ৫দিনেও গ্রেফতার হয়নি আসামী

0 2

hamla-1আখাউড়ায় দলিল লেখকের উপর সশস্ত্র হামলা ও ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষরের ঘটনায় ৫দিনেও গ্রেফতার হয়নি আসামী। পুলিশ জানিয়েছে হামলাকারী তাজবীর বাহিনী এলাকা থেকে গা ডাকা দিযেছে। এ ঘটনায় দলিল লিখকদের মধ্যে আতংক বিরাজ করছে।

মামলাসূত্রে জানাগেছে, আখাউড়া রাধানগর গ্রামের শফিকুল আলমের পুত্র তাজবীর আহমেদ ব্রাক্ষণবাড়িয়া সদর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক দেলোয়ার চৌধুরীর স্ত্রীকে চাকুরী দেয়ার নাম করে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। এই টাকা তাজবীরের নিকট চাইলে তাজবীর আহমেদ ও তার ভাই তানভীর আহমেদ, তাকবীর আহমেদ, রিয়াজসহ প্রায় ১০জনের একটি দল গত ১৮ ফেব্র“য়ারী আখাউড়া সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে দেলোয়ার চৌধুরীর উপর সশস্ত্র হামলা চালায়। হামলার সময় দেলোয়ারকে অস্ত্রেরমুখে ভয় দেখিয়ে তাজবীর বাহিনী তিনশত টাকার ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর করায়, দেলোয়ারের পকেট থেকে রেজিষ্ট্রি কার্যক্রমের প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় এবং ব্যাপক মারধর করে দেলোয়ারকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

বর্তমানে দেলোয়ার চৌধুরীকে ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দেলোয়ার চৌধুরী বাদী হয়ে আখাউড়া থানায় একটি মামলা দাযের করেছে। মামলা নং-২০।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আক্রাম হোসেন জানান, আসামীরা সব এলাকা থেকে গা ডাকা দিয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares