আখাউড়ায় জাপা নেতা তারেক এ.আদেল এর গণসংযোগ ও আলোচনাসভা।

0 2

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় গণসংযোগ করেন জাতীয় পার্টির নেতা তারেক আহম্মেদ আদেল। আজ বুধবার দুপুর ১২ টার সময় জাতীয় পার্টির আখাউড়া কার্যালয়ে সংহ্মিপ্ত আলোচনা সভা করা হয়।সভায় দলীয় নেতাকর্মীরা বক্তব্যে বলেন,জাতীয় পার্টি হলো একটি পরিচ্ছন্ন ভদ্র সংগঠন। জাতীয় পার্টির কোনো নেতার বিরুদ্ধে চুরি, ডাকাতি, গোন্ডামি ইত্যাদি কোনো অপকর্মের মামলা নেই। প্রধান অতিথির বক্তব্যো তারেক এ. আদেল বলেন শত প্রতিকূলতার পরও জাতীয় পার্টি টিকে আছে।আগামী নির্বাচনে দলের সকলে মিলেমিশে কাজ করার জন্য আহ্বান জানান তিনি। তারপর আখাউড়া পৌরশহরের মায়াবী সিনেমা হলের সামনে থেকে গণসংযোগ শুরু করেন কসবা- আখাউড়া নির্বাচনী আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এই নেতা।

এসময় তিনি সাধারণ জনগন, দোকানদার, শ্রমিক ও পথচারীসহ সর্বস্থরের লোকজনের সাথে কৌশল বিনিময় করেন। আগামী একাদশ সংসদ নির্বাচনে কসবা- আখাউড়া আসন থেকে তাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান জনতার কাছে। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম ধনু,সাধারন সম্পাদক ধরখার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফি , পৌর সভাপতি সার্জেন্ট অব:ছিদ্দিকুর রহমান,সাধারন সম্পাদক জামির হোসেন ভুইয়া,শ্রমিক পার্টির নেতা শরিফ উদিন, খলিলুর রহমান, জামাল মিয়া,হোসেন, আলমগির, রোবেল সহ ছাত্র সমাজের আরো অনেক নেতৃবৃন্দ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares