আখাউড়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কাউন্সিলর প্রার্থীকে শোকজ, লিখিত শর্তে অব্যাহতি

0 2

akh pou

আখাউড়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মো. নান্নু মিয়া নামে এক কাউন্সিলর প্রার্থীকে শোকজ করে কমিশন। পরে ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন না করার লিখিত শর্তে তাকে শোকজ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিন আল মামুন জানান, রোববার দিনব্যাপী আখাউড়া পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে প্রার্থীদের আচরণবিধি পর্যবেক্ষণ করছিল ভিজিল্যান্স টিম। রাতের বেলায় পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. নান্নু মিয়ার পক্ষে দুর্গাপর এলাকায় মিছিল হয়। এ কারনে সোমবার সকালে আমরা তাকে শোকজ করি। পরে দুপুর ৩টার দিকে তিনি শোকজের জবাবে জানান, মিছিলটি সম্পর্কে তিনি অবগত ছিলেন না এবং ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ড করবেন না। তাই তাকে এবারের মত ক্ষমা করে দেয়া হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares