আখাউড়ায় আওয়ামীলীগ এর কর্মীসভা ও মতবিনিময়

0 1

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় উপজেলা আওয়ামীলীগ এর উদ্দোগে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আজ বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে পৌরশহরের প্রাণকেন্দ্র নাছরীন নবী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী বর্তমান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক কে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, আনিসুল হক মন্ত্রী হবার পর গত ৫ বছরে আখাউড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে।স্কুল – কলেজ সরকারীকরণ করা ছাড়া ও অসংখ্য বেকার যুবকের চাকরি দিয়েছে আনিসুল হক।পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কমিশনারগন তাদের স্ব স্ব কেন্দ্র থেকে  ভোট দিয়ে আনিসুল হককে বিজয়ী করবে বলেও আশ্বাস দেন।

উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, আখাউড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ড. এ্যাডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি সভাপতি এড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, সাধারণ সম্পাদক কাজী নাছির উদ্দিন খাদেম লিটন, যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি সাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন,বিভিন্ন ওয়ার্ডের কমিশনার,ছাত্রলীগ,যুবলীগ, মহিলালীগ,শ্রমিকলীগসহ আওয়ামীলীগ এর সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares