বিজয়নরগর থানা পুলিশের হাতে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
প্রেস রিলিজ:: গত ০২/০১/১৬ইং তারিখ সময় ২০.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জনাব মোস্তফা কামাল পাশা, অফিসার ইনচার্জ, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে এস আই মোঃ জসীম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বিজয়নগর থানাধীন কদমতলী বাজারের দক্ষিন পার্শ্বে ব্রীজের গুড়ায় রাস্তার উপর মোটর সাইকেল আরোহী ০২ জন কে ০১। মোঃ শাহ আলম @ তোয়েল (২৭) পিতা-আব্দুল্লাহ সাং-নাতিরাবদ ২০/ডি মালঞ্চ আবাসিক এলাকা হবিগঞ্জ সদর., ০২। সোহেল মিয়া @ রাসেল (২৪) পিতা-মৃত-লাল মিয়া সাং-নতুন পাতাড়িয়া থানা-বানিয়াচং উভয় জেলা-হবিগঞ্জ কে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
(পরের সংবাদ) মাতৃত্বকাল ভাতাভোগীদের প্রশিক্ষন »