১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজা এবং ৬৫ বোতল হুইস্কি আটক

0 2

Sofi 3ডেস্ক ২৪:: অদ্য ০৭ জানুয়ারি ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সাড়ে ৮ কেজি গাঁজা এবং ৬৫ বোতল হুইস্কি আটক করা হয়েছে।

০৭ জানুয়ারি ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকায় বিজয়নগর উপজেলার কালাছড়া সীমান্ত এলাকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিষ্ণুপুর বিওপি’র হাবিলদার মোঃ আতিয়ার রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৬৫ বোতল হুইস্কি আটক করা হয়েছে।

এছাড়াও কসবা উপজেলার আকবপুর সীমান্ত এলাকায় রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে চন্ডিদ্বার বিওপি’র টহল দল কর্তৃক সাড়ে ৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

এ ব্যাপারে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম, পিবিজিএম এর সাথে যোগাযোগ করা হলে গাঁজা এবং হুইস্কি আটকের সত্যতা নিশ্চিত করেন। এছাড়াও মাদক পাচারের সাথে জড়িদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদনের ক্ষেত্রে সচেতন নাগরিক সমাজের সহযোগিতা কামনা করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares