১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ১৪৫ বোতল হুইস্কি আটক
ডেস্ক ২৪::অদ্য ২৪ ডিসেম্বর ২০১৫ তারিখ আনুমানিক রাত ৮ ঘটিকায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার কাশিরামপুর সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মঈনপুর বিওপি’র জুনিয়র কর্মকর্তা মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১৩১ বোতল হুইস্কি জব্দ করা হয়েছে।
এছাড়া সিংগারবিল বিওপি’র টহল দল কর্তৃক বিজয়নগর উপজেলার নোয়াবাদী সীমান্ত এলাকা হতে আরও ১৪ বোতল হুইস্কি আটক করে। এ ব্যাপারে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম, পিবিজিএম এর সাথে যোগাযোগ করা হলে হুইস্কি আটকের বিষয়টি নিশ্চিত করেন।