সমবায় এমন একটি পদ্ধতি, যেখানে ধনী–গরিব সবার অংশগ্রহণের সুযোগ রয়েছে:: বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার
বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৫ম বার্ষিক সাধারন সভা গতকাল সোমবার সকালে বিজয়নগরে বিআরডিবির হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান সাংবাদিক দিপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার।
সাধারন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নবীর হোসেন, বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ভাইস চেয়ারম্যান সন্জয় রায় পোদ্দার,পরিচালক বিল্লাল মিয়া, শিব্বির আহমেদ,রায় মোহন চৌধুরী,হামদু মোল্লা,দুলাল মিয়া, আব্দুল কাইয়ূম, প্রমূখ। সভায় সাগত্য বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার বলেন বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এতে সমবায়গুলোর অবদানও রয়েছে। সমবায় হচ্ছে এমন একটি পদ্ধতি, যেখানে ধনী–গরিব সবার অংশগ্রহণের সুযোগ রয়েছে। এটি অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ কৌশল। সে কারণে স্বাধীনতার পর জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে উন্নয়নের অন্যতম কৌশল হিসেবে বেছে নিয়েছিলেন।
তিনি বলেন বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হিসেবে গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে সমবায়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।