মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৫, প্রাইভেটকার-পিকআপ ট্রাক জব্দ

0 1

arrest_logo_1-18_25993_0
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫০ কেজি গাঁজা, ১১৮ বোতল ফেনসিডিল, তিনটি দেশীয় অস্ত্র, একটি প্রাইভেটকার ও পিকআপসহ পাঁচজনকে আটক করেছেন র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। বুধবার বিকেলে উপজেলার কেশবপুর গ্রামের মাদক ব্যবসায়ী কালু মিয়ার (৪৭) বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক, অস্ত্র ও গাড়িসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার কেশবপুর গ্রামের কালু মিয়া (৪৭), একই গ্রামের উজ্জল মিয়া (৩০) ও রফিক (৪০), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মঞ্জুর হোসেন শাহিন (২৬) এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার কনারাই গ্রামের দুরুদ আহমেদ (২৫)। র‌্যাব-১৪ সূত্র জানায়, কেশবপুর গ্রামের কালু মিয়ার ঘরে মজুদ রাখা মাদকদ্রব্য প্রাইভেটকার ও পিকআপযোগে ঢাকায় নেওয়ার প্রস্তুতিকালে ওই বাড়িতে হানা দেয় র‌্যাব। এ সময় পালানোর চেষ্টাকালে ওই পাঁচজনকে আটক করা হয়। পরে পিকআপ ও প্রাইভেটকার তল্লাশি করে এবং কালু মিয়ার শয়নকক্ষ থেকে ৫০ কেজি গাঁজা ও ১১৮ বোতল ফেনসিডিল, একটি কিরিচ, দুটি রামদা, নয়টি মোবাইল ফোন, নয়টি সিম, দুই হাজার ৯৩৫ টাকা উদ্ধার করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares