বিজয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির গ্রেফতার
বিজয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ডা. আলী নেওয়াজকে (৪৫) গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ। নাশকতার মামলায় শনিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার পত্তন ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন।
ওসি জানান, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর আলী নেওয়াজের বিরুদ্ধে ইতোপূর্বে দুটি নাশকতার মামলা ছিলো। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’ পুলিশের চলামান এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।