বিজয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুস্ঠিত

0 1

বিজয়নগর প্রতিনিধি: বিজয়নগর উপজেলার ইসলামপুর বাজারে একতা ক্লাবের উদ্যোগে আজ বুধবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুস্টিত হয়েছে।সকালে ক্যাম্পের উদ্ভোধন করেন কেন্দ্রিয় কৃষকলীগের অর্থ সম্পাদক আলহাজ্জ্ব নাজির মিয়া,এসময় উপস্তিত ছিলেন ডা,মো; শফিকুল ইসলাম, ডা,মোঃ তোফাজ্জল ইসলাম, একতা ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম জানু মিয়া,মোঃ আল মামুন,প্রভাসক মন্ছুরূল হক আকিক,এড,জাহিদুর রহমান,শেখ সুজন,উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল ভুইয়া, কাজী কামরুল, কেসলু মিয়া,এনাম খা প্রমোখ,এসময় রোগিদের মাঝে বিনা মুল্যে ঔষধ প্রদান করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares