বিজয়নগরে ট্রাক ও কাভার ভ্যান এর চাপায় হেলপার নিহত
বিজয়নগর প্রতিনিধি :বিজয়নগরে আজ শুক্রবার ট্রাক,কাভার ভ্যান ও ট্রাক্টর এর ত্রিমুখী সংঘর্ষ এ আনিছ মিয়া ১৮ নামের এক যুবক নিহত হয়েছে। সে মাধবপুর উপজেলার দুর্লভপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,আজ শুক্রবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের ইসলামপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর সামনে সিলেটগামী কাভারভ্যান অভারট্যাকিং করার সময় ঢাকাগামী ট্রাক ও ট্রাক্টর এর সাথে ত্রিমুখী সংঘর্ষ হলে ট্রাক্টরের হেলপার আনিছ মিয়া ঘটনাস্তলে নিহত হয়।
এব্যাপারে ইসলামপুর পুলিশ ফাড়ির উপ পরিদর্শক সুদিপ দাস জানান,সকালে পলিটেকনিকের সামনে ট্রাক অভারট্যাকিং করার সময় ট্রাক,কাভারভ্যান ও ট্রাক্টর এর ত্রিমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলে ট্রাক্টর এর হেলপার নিহত হয়, পরে পুলিশ তাকে উদ্বার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।