বিজয়নগরে বৃদ্ধের লাশ উদ্ধার 

0 2
বিজয়নগর সংবাদদাতাঃ আজ মন্গলবার সকালে  বিজয়নগরের বুধন্তি  রবি টাওয়ারের নিচ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আবু লাল ভুইয়া  (৬০)।সে উপজেলার বুধন্তি ইউনিয়নের বুধন্তি গ্রামের মৃত আব্দুল জব্বার ভূইয়ার ছেলে।  পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, উপজেলার বুধন্তি নামক স্থানে রবি টাওয়ারে  মাঝ রাতে চুরি সংঘটিত হয়েছে।এসময় টাওয়ারের  নাইট গার্ড  আবু লাল ডিউটিতে ছিল। চোররা তাকে মেরে টাওয়ারের যন্ত্রপাতি নিয়ে যায়। মঙ্গলবার সকালে টাওয়ারের পাশে লাশ দেখতে পেয়ে লোকজন  পুলিশকে খবর দিলে বিজয়নগর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রবির টাওয়ারে চুরি করার সময় চুরের দল নাইট গার্ড আবু লালকে মেরে ফেলেছে। তবে নিহতের শরীরে তেমন আঘাতের চিহ্ন নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares