বিজয়নগরে পিকআপ-কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষ

0 1

বিজয়নগরের চান্দুরায় পিকআপ -কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। সংঘর্ষের পর প্রায় দুই ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। বিকেল চারটার দিকে চান্দুরা শ্যামলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকল হয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় হবিগঞ্জগামী একটি মাছের পিকআপ ও ঢাকা গামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিছন দিক থেকে একটি ট্রাক কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যান ও পিকআপটি দুমড়ে মুছে যায়। দূর্ঘটনায় গাড়িগুলোর চালক ও হেল্পার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ উপজেলার মাধবপুর হাসপাতালে নিয়ে যায়। দূর্ঘটনার পর যান চলাচল বন্ধ হয়ে পড়ায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ দূর্ঘটনার শিকার গাড়ি গুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares