Main Menu

নতুন বইয়ের ঘ্রাণ পেল বিজয়নগরে শিক্ষার্থীরা

+100%-
শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ,এ শ্রোগানকে সামনে রেখে বছরের প্রথম দিন গতকাল মঙ্গলবার সকালে বিজয়নগর উপজেলায় দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পাঠ্যপুস্তক উৎসবে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা সহকারি কমিশনার ভূমি হুমায়ন রশিদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ন হালদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজহারুল হুদা,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দিপক চৌধুরী বাপ্পী,চান্দুরা ইউপি চেয়ারম্যান এম শামিউল হক চৌধুরী।
সাগত্য বক্তব্য রাখেন দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাপ্রভু ভৌমিক। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক আলমগীর আহমেদ।
অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম ভূইয়া বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রচেষ্টায় বছরের প্রথম দিনেই ছোট ছোট সোনামনিরা বিনামূল্যে ফুলে মোড়ানো নতুন বই পেয়েছে। আওয়ামী লীগ সরকার আছে বলেই বছরের প্রথম দিনে বই হাতে পাওয়া সম্ভব হয়েছে।
তিনি বলেন নতুন বই পাওয়ার আনন্দ নিয়ে বছর শুরু করেছে দেশের প্রতিটি শিক্ষার্থী। আগে মাসের পর মাস চলে গেলেও নতুন বইয়ের জন্য হাহাকার থেকেই যেত, এ অবস্থার কথা কারও অজানা নয়।
এসময় তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগরের  অভাবনীয় উন্নয়নের রুপকার সদ্য-নির্বাচিত সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী কে অভিনন্দন জানান।
উল্লেখ্য এবার ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার ৮ লক্ষ ৪৪ হাজার ৭৮২ জন শিক্ষার্থীর মাঝে ৬৫ লক্ষ ৯ হাজার ৮৮১টি বই বিতরন করা হয়েছে। এর মধ্যে প্রাথমিকের ৫ লক্ষ ২৪ হাজার ৫৯৬ জন শিক্ষার্থীর মাঝে ২৫ লক্ষ ৫২হাজার ৯২০টি এবং মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ৩লক্ষ ২০হাজার ১৮৬হাজর শিক্ষার্থীদের মাঝে ৩৯ লক্ষ ৫৬হাজার ৯৬১টি বই বিতরণ করা হয়েছে।





Shares