ইসলামী আন্দোলন বাংলাদেশে বিজয়নগর শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0 1

বিজয়নগর প্রতিনিধি :: মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিজয়নগর শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) বিকাল ৪ টায় উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াগাও মোড়ে জামে মসজিদ প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়নগর শাখার উদ্যােগে সম্মেলন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়নগর শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম হাসেমী সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়নগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান এর সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি শায়খ আবুল কালাম আজাদ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা মোজাহিদ কমিটির সদর সৈয়দ আনোয়ার আহমেদ লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখার সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম প্রমুখ। পরে উপস্থিত কাউন্সিলারদের মাধ্যমে গোপন ভোটের নতুন সভাপতি মাওলানা আবুল ফজল কামাল ও সেক্রেটারি মাওলানা লুৎফুর রহমান এর নাম ঘোষণা করা হয়। ২ বছর মেয়াদে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি আগামি ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেয়া হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares