আশুগঞ্জে নৌ-শ্রমিক ফেডারেশনের অনিদিষ্টকালের ধর্মঘট চলছে, ২শতাধিক কার্গোজাহাজ আটকা

0 0


প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মজুরী বৃদ্ধি, নৌ-পথে চাঁদাবাজি ও ডাকাতিসহ ১৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে সোমবার চতুর্থ দিনের মতো লাগাতার ধর্মঘট চলছে। ধর্মঘটের কারনে বন্দরে আটকা পড়েছে প্রায় ২শতাধিক মালবাহী কার্গোজাহাজ। কর্মবিরতিতে একাত্বতা প্রকাশ করে বাল্কহেড, তেলবাহী ট্যাংকার, বালুবাহী নৌকা, লাইটার জাহাজ সকল প্রকার নৌযান এ আন্দোলনে অংশগ্রহন করে কর্মবিরতি পালন করছে। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। জানা যায়, শ্রমিকদের ধর্মঘটের কারনে আশুগঞ্জ নদীবন্দর থেকে ছেড়ে যায়নি কার্গোজাহাজ ও কোন প্রকার মালবাহী নৌযান। বন্দরের মেঘনা নদীতে আটকা পড়েছে বিভিন্ন পণ্যবাহী প্রায় ২’শতাধিক কার্গোজাহাজ। আটকা পড়া মালবাহী জাহাজের পণ্য কার্গোজাহাজ থেকে মালামাল খালাশ করতে না পারায় পণ্য সরবরাহকারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বন্ধ হয়ে গেছে নদীবন্দরের সকল প্রকার কার্যক্রম। বেকার হয়ে পড়েছে বন্দরের প্রায় ৫’শতাধিক শ্রমিক। নৌযান শ্রমিক ফেডারেশনের আশুগঞ্জ শাখার কেন্দ্রীয় সমন্বয়ক বাহার মাষ্টার জানান, ১৭দফা দাবী আদায়ের লে নৌ-যান শ্রমিকদের ডাকে লাগাতার ধর্মঘটের কর্মসূচী চলছে। দাবী মেনে না নেয়ার আগ পর্যন্ত লাগাতার এ কর্মসূচী চলবে। বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওর্নাস এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন হামদু জানান, ধর্মঘটের কারনে ব্যবসায়ীদের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত জরুরি কাচাঁমাল নিয়ে জাহাজ আটকা পড়ায় মালামাল পরিবহণে ব্যাহত হচ্ছে। জাহাজ বন্ধ থাকলে আমরা আর্থিক ভাবে মারাত্মক ক্ষতিগ্রস্থ হবো।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares