ইসলামের বিরুদ্ধে ব্লগার-নাস্তিকদের ষড়যন্ত্র রুখতে হবে,আশুগঞ্জে মুফতী আমিনীর স্মরণ সভায় বক্তরা
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মুফতী ফজলুল হক আমিনীর স্মরণসভায় বক্তারা ইসলামের বিরুদ্ধে ব্লগার-নাস্তিকদের ষড়যন্ত্র যে কোনো মূল্যে রুখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শুক্রবার বিকেলে স্থানীয় হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর জামিয়া ইউনুসিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. মনিরুজ্জামান সিরাজী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোটের প্রয়াত চেয়ারম্যান মুফতী ফজলুল হক আমিনীর ছেলে ও খেলাফত মজলিসের আমীর মাওলানা আবুল হাসানাত আমিনী। |