ইসলামের বিরুদ্ধে ব্লগার-নাস্তিকদের ষড়যন্ত্র রুখতে হবে,আশুগঞ্জে মুফতী আমিনীর স্মরণ সভায় বক্তরা

0 0

 

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মুফতী ফজলুল হক আমিনীর স্মরণসভায় বক্তারা ইসলামের বিরুদ্ধে ব্লগার-নাস্তিকদের ষড়যন্ত্র যে কোনো মূল্যে রুখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শুক্রবার বিকেলে স্থানীয় হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর জামিয়া ইউনুসিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. মনিরুজ্জামান সিরাজী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোটের প্রয়াত চেয়ারম্যান মুফতী ফজলুল হক আমিনীর ছেলে ও খেলাফত মজলিসের আমীর মাওলানা আবুল হাসানাত আমিনী।
উপজেলার সোনারামপুর দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে উক্ত স্মরণ সভায় বক্তৃতা করে সরাইল বেড়তলা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি জোবায়েদ আহমেদ আনসারী, মুফতি মো. শামসুল হক, মুফতি মো. এনামুল হক, ইসলামী ঐক্যজোট নেতা হাফেজ মোহাম্মদ ইদ্রিস ও মো. আলতাফ হোসেনসহ স্থানীয় উলামাবৃন্দ। স্মরণ সভায় বক্ত্যরা বলেন, মুফতি ফজলুল হক আমিনী ছিলেন এদেশ তথা উপমহাদেশের একজন ইসলামী চিন্তাবীদ ও বুর্জুগ আলেম। মহাজোট সরকারের নির্যাতনের কারণেই তিনি আজ আমাদের ছেড়ে চলে গেছেন। আজ বাংলাদেশে ব্লগার নামে একটি নাস্তিক গ্রুপ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা এদেশ থেকে ইসলামের নিশানা চিরতরে মুছে ফেলতে চেষ্ট্ াচালাচ্ছে। কিন্তু ফখরে বাঙ্গাল (রহ.) এর  দেশে নাস্তিকদের কোনোভাবে জয়ী হতে দেয়া হবে না। ইসলাম ধর্মের পতাকা এদেশে অটুটঁ আছে এবং থাকবে। সভাশেষে মুফতি আমিনীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares