আশুগঞ্জ হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি
প্রতিনিধি : দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, ব্যাচ ভিত্তিক আড্ডা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল শনিবার সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান মালার সূচনা করা হয়। বিভিন্ন রং-বেরঙ্গের টিশার্ট পড়ে শোভাযাত্রায় ১৯৬৩ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এই বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করে। পরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ও বিদ্যালয় প্রতিষ্ঠাতার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক কালাম। উদযাপন কমিটির আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বে-সরকারি শিক্ষক কল্যান ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ই্পটি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাজাহান সিরাজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির ও উদযাপন কমিটির সদস্য সচিব ঈসা খান প্রমুখ। বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ৫০ বছরের প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলায় বিদ্যালয় মাঠ মুখরিত হয়ে উঠে। |