আশুগঞ্জে আ’লীগের সভাপতি হাজী ছফিউল্লাহ, সাধারন সম্পাদক হানিফ মুন্সি নির্বাচিত
প্রতিনিধি : ৯ বছর পর উৎসব মুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন গত রবিবার অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে স্থানীয় হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ একেএম এমদাদুল বারী। উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী ফিরোজ মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটে হাজী ছফিউল্লাহ মিয়া সভাপতি ও হানিফ মুন্সী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। |