সাউথ ৪৫০ প্লান্ট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু

0 1

asugong obda
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সাউথ ৪৫০ প্লান্ট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। ২০১৩ সালের মার্চ মাসে ৪৫০ মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এ প্ল্যান্টের কাজ শুরু হয়।
সাউথ ৪৫০ প্লান্টের প্রকল্প পরিচালন কর্মকর্তা(পিডি) সাজ্জাদ হোসাইন জানান, এ প্রকল্প থেকে প্রাথমিকভাবে জাতীয় গ্রীডে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে। এখন নিয়মিত পরীক্ষা নিরীক্ষা চলছে। পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ হলে জাতীয় বিদ্যু গ্রীডে চূড়ান্ত বিদুৎ সরবরাহের কাজ শুরু হবে। এতে সপ্তাহ খানেক লাগতে পারে। তবে জানুয়ারী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সম্পূর্ণ বিদেশী অর্থায়নে প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি নির্মান করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares