নোয়াখালীতে শাকিল হত্যা:: ব্রাহ্মণবাড়িয়া থেকে দুই আসামি গ্রেপ্তার

0 2

noyakhali-edi-1

নোয়াখালীর কবিরহাটে শিশু শাকিল হত্যার দুই মাসের মাথায় ওই মামলার আরও দুই আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার পাশে একটি কার্গো বোট থকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কবিরহাট থানার ওসি মোক্তার হোসেন।

গ্রেপ্তাররা হলেন শাকিল হত্যা মামলার দুই আসামি কবিরহাটের দৌলতরামদি গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মো. আবদুল্লাহ (২১) ও হায়দার আলীর ছেলে আবুল হাসনাত সুজন (২০) এবং কবিরহাটের জাকির হোসেন আরিফ (২১)।

তাদের তিনজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হলো।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবর পেয়ে আশুগঞ্জ সার কারখানার পাশে একটি কার্গো বোটে অভিযান চালানো হয়। সেখান থেকে আবদুল্লাহ ও

সুজনসহ সন্দেহভাজন হিসেবে আরিফ নামের এক যুবককে আটক করা হয়।

শাকিল হত্যা মামলার বরাত দিয়ে ওসি জানান, ২০১৫ সালের ২৫ ডিসেম্বর বাইসাইকেল চুরির অভিযোগ তুলে চন্দ্রশুদ্ধি গ্রামের আবুল হাশেমের ছেলে আবু তাহের শাকিলকে (১৩) পিটিয়ে হত্যা করে স্থানীয় আবদুল্লাহ, সুজন, সাদ্দাম, লিংকনসহ ৭-৮ জন যুবক। পরদিন বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

“এ ঘটনায় নিহতের বড় ভাই আবু নাছের বাদী হয়ে মো. আবদুল্লাহ ও সুজনসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।”

ওসি জানান, ঘটনার পরদিন জাফর উল্লাহ নামের এক আসমিকে গ্রেপ্তার করা হয়। বাকিরা এখনও পলাতক।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares