আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ
যান্ত্রিক ক্রটিতে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন।এর ফলে প্রতিদিন ১২’শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে। কারখানার সিঙ্গেস কমপ্রেসারের ব্রয়লারে ত্রুটি দেখা দেয়ায় মঙ্গলবার সকাল থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়।
আশুগঞ্জ সার কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম পরিবর্তনডটকম কে জানান, সকালে কারখানার সিঙ্গেস কম্প্রেসারের ব্রয়লারের পাইপে লিকেজ দেখা দেয়। এর ফলে কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়।তিনি আরও জানান, কারখানার নিজস্ব প্রকৌশলীরা ত্রুটি সারানোর কাজ করছেন। কাজ শেষে হলেই পুনরায় ইউরিয়া সার উৎপান শুরু হবে।