আশুগঞ্জ রেলস্টেশনের গ্রেড অবনমন: প্রতিবাদে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল

0 2

আশুগঞ্জ রেলস্টেশনকে বি গ্রেড থেকে ডি গ্রেডে অবনমনের প্রতিবাদে রবিবার আশুগঞ্জসহ এর আশপাশ এলাকায় সকাল-সন্ধা হরতাল ডেকেছে জাগ্রত আশুগঞ্জবাসী নামের একটি সংগঠন।

হরতাল চলাকালে ঢাকা-চট্টগাম ও ঢাকা-সিলেট রেল চলাচল, ঢাকা-সিলেট মহাসড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

হরতাল সফল করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় পথসভা ও সমাবেশ করছেন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।

আশুগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা হরতালের প্রতি একাত্মতা ঘোষণা করেছেন।

সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ার করা হয়, অনতিবিলম্বে আশুগঞ্জ রেলস্টেশনকে বি গ্রেডে পুনর্বহাল, মূল নকশা ও পরিকল্পনা অনুযায়ী স্টেশনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও ঢাকা-চট্টগ্রাম রুটে আন্তঃনগর ট্রেনের স্টপেজ না দেয়া হলে রবিবার সকাল-সন্ধা সর্বাত্মক হরতাল পালন করা হবে।  এ সময় অবরোধ করা হবে ঢাকা-চট্টগাম ও ঢাকা-সিলেট রেল, ঢাকা-সিলেট মহাসড়ক ও নৌপথ।

জাগ্রত আশুগঞ্জবাসীর আহবায়ক হাজী মো. ছফিউল্লাহ জানান, মন্ত্রী মহোদয় তার দেয়া কথা ভূলে গিয়ে আশুগঞ্জ রেলস্টেশনটি বি গ্রেড থেকে ডি গ্রেডে অবনমন করেছেন। তাই অনতিবিলম্বে আমাদের সকল দাবি মেনে না নিলে ৩১ ডিসেম্বর হরতাল ও পরে বাধ্য হয়ে আরো কঠোর আন্দোলনে আমাদের যেতে হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares