আশুগঞ্জ মুক্তিযোদ্ধাদের সাথে আনিছুর রহমানের মতবিনিময় অনুষ্ঠিত

0 1

নিজস্ব প্রতিবেদক॥  উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে আবারো বিজয়ী করতে ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছেন ব্রাহ্মনবাড়িয়া-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনিছুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জ উপজেলা শহরের বিওসি ঘাটে আনিছুর রহমানের নিজস্ব কার্যালয়ে উপজেলার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইকবাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়া-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনিছুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার শেখ জসিম উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাসিম, আশুগঞ্জ সেক্টর কমান্ডার ফোরামের আলী আহমেদ, আশুগঞ্জ সেক্টর কমান্ডার ফোরামের নেতা করিম মিয়া, তালশহর ইউনিয়নের সাবেক কমান্ডার আবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ সাদেক মিয়া, ই খ ম হুমায়ুন কবীর, মোঃ হান্নান মিয়া, আব্দুর রউফ মেম্বার, সামসুল হক, হাজী মোঃ অহিদ মিয়া, কাশেম মিয়া, ইসমাইল সিরাজী আওয়ামীলীগ ও সহযোগী সহযোগী সংগঠনের নেতৃ-বৃন্দ প্রমুখ।
সভায় আগামী নির্বাচনে আলহাজ্ব মোঃ আনিছুর রহমানকে ব্রাহ্মনবাড়িয়া-২ আসনের আওয়ামীলীগের মননোয়ন দেয়ার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। সেই সাথে আগামী নির্বাচনে স্বাধীনতা স্বপক্ষের দল আওয়ামীলীগকে বিজয়ী করতে সকল মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধা ভাবে কাজ করার আহবান জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares