আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আনিছুর রহমানের গণসংযোগ
আশুগঞ্জ প্রতিনিধি॥ আসন্ন আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব আনিছুর রহমান (আনারস) মার্কায় উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গণসংযোগ করেছেন।
১৭ মার্চ রবিবার দিনব্যাপী উপজেলা দূর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর, দূর্গাপুর, খড়িয়ালা ও বৈইগরে জন সাধারনের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি।
এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম মিয়া, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন, কাউছার আলম, বাহাদুরপুর গ্রামের আক্তার মিয়াসহ এলাকাবাসী।
এসময় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আনিছুর রহমান বলেন, ‘প্রচার-প্রচারণায় জন সাধারণের ব্যাপক সারা পাচ্ছি। এবং বিজয়ী হতে পারলে উপজেলাবাসীর উন্নয়নে থাকব। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশা করি’।