আশুগঞ্জে ২ দিন ব্যাপী প্রায় ৭০ জন রোগীকে ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ
আশুগঞ্জ প্রতিনিধি॥ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আশুগঞ্জে হ্যানিম্যান হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে ২ দিন ব্যাপী প্রায় ৭০ জন রোগীকে ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
২৫ ও ২৬ মার্চ আশুগঞ্জের এপিএসসিএল সমবায় মার্কেটে স্কুল গেইট সংলগ্ন হ্যানিম্যান হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্রের ডাঃ কার্তিক চন্দ্র সাহা কম্পিউটারাইজড হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেম, চর্ম, যৌন, হেপাটাইটিস নাকের পলিশ, অর্শ, মানসিক রোগের ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔসুধ সরবরাহ করেন।
ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা কেন্দ্রর সার্বিক তত্ত্ববধানে ও পরিচারলনা ছিলেন স্মৃতি সাহা।
উল্লেখ্য উক্ত ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা কেন্দ্রে যেসব রোগীরা সেবা গ্রহণ করবে সেসব রোগীরা রোগ নিরাময়ের আগ পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ পাবে।