আশুগঞ্জে যাত্রা শুরু করলো বিদ্যাপিঠ ‘জাবালে নূর মডেল একাডেমি’

0 2

নিজস্ব প্রতিবেদক॥ ‘ব্যবসায়ীক মনোভাব নয়,মানসম্মত সুশিক্ষাই আমাদের লক্ষ্য’ এ লক্ষ্য নিয়ে আশুগঞ্জ উপজেলার চর চারতলায় কিন্ডার গার্ডেন “জাবালে নূর মডেল একাডেমি” যাত্রা শুরু হয়েছে। প্রে গ্রুপ শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত চলবে বিদ্যাপিঠের কার্যক্রম। শনিবার বিকেলে চর চারতলায় আশুগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা মৌসুমী বাইন হিরা শিক্ষা প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন।

চর চারতলা গ্রামের তিতাস পাড়ায় মরহুম মিজানুর রহমানের বাড়িতে বিদ্যাপিঠ প্রাঙ্গনে ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে বাবুল আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের সদ্য পদত্যাগকারী (চেয়ারম্যান) আবু আসিফ আহমেদ, আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (তদন্ত) মেজবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যন মহিলা রেহানা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, চর চরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার, সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, চর চারতলা ইসলামী দাখিল মাদ্রাসার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী মহিউদ্দিন মোল্লা, সরকারী হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খন্দকার, প্রেসক্লাব সভাপতি সেলিম পারভেজ, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফাইজুর রহমান ফয়েজ, বিশিষ্ট ব্যবসায়ী তারেক আল রহমান অপু, সহ স্থানীয় সামাজিক বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মতিউর রহমান সরকার। অনুষ্ঠানে অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম ও প্রতিষ্ঠানের শিক্ষকদের পক্ষ থেকে আরমান হোসেন বক্তব্য রাখেন।
এ গ্রামের বিশিষ্ট ব্যাক্তি বাবুল আহমেদ, সনামধন্য চিকিৎসক ডাঃ ফাইজুর রহমান ফয়েজ, ইঞ্জিনিয়ার আসাদুর রহমান, শফিকুল ইসলাম, আহমেদ মোছা, প্রভাষক জাহাঙ্গীর আলম, আরমান হোসেন, বাছির মিয়ার সম্মলিত প্রচেষ্ঠায় এ বিদ্যাপিঠটি প্রতিষ্ঠিত হয়েছে।
উদ্যোক্তরা জানান, মানসম্পন্ন শিক্ষার পাঠদান ও চর চারতলা গ্রামের আগামী প্রজন্মেকে এগিয়ে নিতে শিক্ষার হার বাড়াতেই তাদের এ উদ্যোগ। তারা বলেন, বিদ্যালয়টি বানিজ্যিক চিন্তায় প্রতিষ্ঠিত হচ্ছে না। আমাদের মূল উদ্যোশই হলো শিক্ষার হার বাড়ানো। আর এ গ্রামে শিক্ষার হার বাড়লেই সকল বাধাকে পেরিয়ে এগিয়ে যাবে আগামী প্রজন্ম।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares