আশুগঞ্জে মাছ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

0 0

আশুগঞ্জে কাউছার মিয়া (২৫) নামে এক এক মাছ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার কোহিনুর সিনেমা হলের সামনের একটি ভাড়া বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত কাউছার নরসিংদীর রায়পুরা উপজেলার আব্দুল্লাপুর এলাকার নান্নু মিয়ার ছেলে। সে আশুগঞ্জ রেলস্টেশনের সামনে মাছের ব্যবসা করত।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, সকালে বাজারের মাছ বিক্রি করে দুপুরে বাসায় ফিরে আসেন কাউছার। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তার নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় সে। কিছুক্ষণ করে পরিবারের সদস্যরা তাকে ডাকতে থাকলেও সে দরড়া খুলছিলেন না। পরে পরিবারের লোকজনের সন্দেহ হলে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখা যায় তার ঝুলন্ত মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.