আশুগঞ্জে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা॥

0 2

নিজস্ব প্রতিবেদক॥আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস
উপলক্ষে “উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ, শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা র্নিবাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সৈয়দ রাফি উদ্দিন, তথ্য কর্মকর্তা শারমিন আক্তার,আইসিটি সহকারি প্রোগ্রামার আব্দুল্লাহ, জয়িতা শিরিন, জয়িতা নিপা বেগম ও জয়িতা নাজমা বেগম।
‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ, শীর্ষক কার্যক্রমের আওতায় আশুগঞ্জের ৩ জন মহিলাকে নারীর অগ্রযাত্রায় সফতার জন্য জয়িতা মহিলা হিসেবে সংবর্ধনা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। জয়িতা মহিলারা হলেন চর চারতলা গ্রামের কামাল মিয়ার স্ত্রী শিরিন, চর চারতলা গ্রামের মৃত কবীর মিয়ার স্ত্রী নিপা বেগম, আড়াইসিধা গ্রামের গোলাপ মিয়ার স্ত্রী নাজমা বেগম।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares