আশুগঞ্জে ডাকাত দলের হামলায় এসআইসহ ৪ পুলিশ আহত, আটক দুই (ভিডিও)

0 2

asu 16-2-16

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সশস্ত্র ডাকাত দলের হামলায় পুলিশের এক উপ পরিদর্শক ও ৩ কন্সটেবল আহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে আশুগঞ্জ সারকাখানা রোডের একটি চাতালকলে বসে আশুগঞ্জের মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালাতে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় দু জনকে আটক করা হয়েছে।

ব্রাহ্মনবাড়িয়ার এসএসপি সদর সার্কেল শাহরিয়ার আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সারকারখানা এলাকায় অভিযান চালাতে গেলে ১০/১২জনের সশস্ত্র ডাকাতদল পুলিশের উপর হামলা চালায়। চাতালকলে প্রবেশের পর ডাকাতদল অতর্কিতে তাঁদের ওপর হামলা করে। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের গুরুতর আহত করে। । এতে উপপরিদর্শক (এসআই) মো.ইদ্রিস মিয়া, কনস্টেবল ইব্রাহিম, আযম খান ও ছিদ্দিকুর রহমান আহত হয়। কনস্টেবল ইব্রাহিমের বাঁ হাতের পাঁচটি রগ কেটে গেছে। গুরুতর আহত কনস্টেবল ইব্রাহিমকে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরবের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে আশুগঞ্জ থানা পুলিশকে বাকি ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares