আশুগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ

0 1

আশুগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পহেলা বৈশাখের দিন বিকালে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের সারেংবাড়ি ও শেখবাড়ির ছেলেরা স্থানীয় মাঠে ক্রিকেট খেলে। খেলায় একটি আউটকে কেন্দ্র করে সারেংবাড়ির মিলন ও শেখবাড়ির হোসেনর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়।

এর জের ধরে মঙ্গলবার দুপুরে বাহাদুরপুর চকবাজারে এ নিয়ে সারেংবাড়ির মিলন ও শেখবাড়ির হোসেনের মধ্যে আবার কথাকাটাকাটি এবং হাতাহাতি হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় বাড়ির শত শত লোক হেলমেট পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় উভয়পক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে আশুগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে সংঘর্ষ থামাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে দুপর দেড়টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ওসি মো.মাসুদ আলম বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares