আশুগঞ্জের সোনারমপুরে ট্রাক,বাস,পিকআপ ও সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০জন আহত

0 2

brahmanbaria accident _17-1-16ডেস্ক ২৪::ঘন কুয়াশার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারমপুরে আজ রবিবার সকাল সাড়ে ৭টায় ট্রাক, বাস, পিকআপ ও সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২জনের অবস্থা আশংকা জনক। সড়ক দূঘর্টনার কারণে ঢাকা-মিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় । ফলে মহাসড়কের উভয় প্রাশে অন্তত ৫ কিলোমিটার জুড়ে ৬শতাধিক যানবাহন আটকা পড়ে। দূঘর্টনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, সকাল সাড়ে৭টায় ঘন কুয়াশার কারণে প্রথমে একটি পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় পাশ দিয়ে দ্রুত গতিতে আসা অন্তত ২টি সিএনজি অটোরিক্সা, ১টি বাস ও আরো ১টি ট্রাক দূঘর্টনা শিকার দুটির পরিবহনের পিছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় অন্তত ১০জন আহত হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares