আশুগঞ্জের মেঘনা নদীতে নৌকাডুবে পুলিশের খোয়া যাওয়া দুটি অস্ত্র উদ্ধার
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে নৌকাডুবে পুলিশের খোয়া যাওয়া দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার তাঁজপুর এলাকা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুপুরে মেঘনা নদীর তাজপুর এলাকা থেকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল পুলিশের খোয়া যাওয়া একটি চাইনিজ রাইফেল ও একটি শর্টগান উদ্ধার করেন।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেঘনা নদীর তাঁজপুর এলাকায় পুলিশের একটি টহল নৌকার সঙ্গে অপর একটি নৌকার ধাক্কা লাগলে পুলিশের নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় নৌকায় থাকা পুলিশ সদস্যরা সাঁতরে তীরে ওঠতে সক্ষম হলেও তাদের সঙ্গে থাকা দুটি অস্ত্র খোয়া যায়।