আগামী ৩ দিনের মধ্যে মাহবুবুরের হত্যাকারীদের গ্রেফতারের দাবী

0 1

আশুগঞ্জ প্রতিনিধি॥ আগামী ৩ দিনের মধ্যে মাহবুবুর রহমানের হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের দাবী জানিয়েছেন ফিরোজ মিয়া সরকারি কলেজ ছাত্রলীগের নেতা মিনহাজুর রহমান হৃদয়।
১২ মার্চ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফিরোজ মিয়া সরকারী কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী মাহবুবুর রহমানের হত্যাকারীদের বিচারের দাবীতের গোলচত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে এই দাবী জানান হৃদয়।
ফিরোজ মিয়া সরকারি কলেজ ছাত্রলীগের নেতা মিনহাজুর রহমান হৃদয়ের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আশুগঞ্জ গোলচত্বরে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী হাতে হাত ধরে মানববন্ধনে অংশনেন।
মানবন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান জিন্নাহ, উপাধ্যক্ষ আহমদ উল্লাহ খন্দকার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আতাউর রহমান কবীর, আশুগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি, ছাত্রলীগ নেতা তানভীর এজহার প্রমুখ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares