আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকার প্রতীকে প্রার্থী দেয়ার দাবি
নিজস্ব প্রতিবেদক॥আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে নৌকার প্রতীকে প্রার্থী দেয়ার দাবি জানিয়েছেন আওয়ামীলীগ নেতারা। শনিবার বিকেলে আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়ন আওয়ামলীগের সদস্য সংগ্রহ ও প্রতিনিধি সম্মেলন এ দাবি জানান দলীয় নেতা-কর্মীরা। দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দু হান্নান রতন।
দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছাদেক মিয়া সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল করিম খাঁন সাজু, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ আব্দুল মোতালিব, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হেবজু মিয়া, হাজী মোবারক আলী চৌধুরী, হাজী সাঈদুর রহমান, মিজানুর রহমান সিদ্দিকী, এস.এম তোফায়েল আলী রুবেল, আশুগঞ্জ বন্দর আওয়ামী লীগের সভাপতি বাবুল আহমেদ, আড়াইসিধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মোকলেছুর রহমান, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল কবীর, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন. উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহানা বেগম, মাহফুজ মাষ্টার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি নিলা সিদ্দিকী, দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি খালেদুর রহমান লিটন, সাধারণ সম্পাদক আলোয়ার, ছাত্রলীগ নেতা রবিউল সানি, তানভীর, মিশুসহ দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।