আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন অধ্যক্ষ শাহজাহান সাজু

0 2

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-০২ (সরাইল-আশুগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রিয় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য ও স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু রবিবার বিপুল সংখ্যক নেতা কর্মীকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন।

রোববার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দফতর সম্পাদকের হাতে মনোনয়ন ফরমটি জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ হানিফ মুন্সী, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য মোঃ আজিজুর রহমান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ বুলবুল মুন্সী, দূর্গাপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন মাজু, সাবেক চেয়ারম্যান বাদল সাদীর, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন বাহার, আড়াইসিধা ইউপি আঃ লীগের সাধারণ সম্পাদক মিঠু মিয়া, সাবেক ছাত্রনেতা আমান উল্লাহ, রোটারিয়ান সাইফুল ইসলাম বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী রোমান আকবর, মোঃ সোহেল মিয়া, আশুগঞ্জ সদর ইউপি যুবলীগের সভাপতি হাজী হারুন মেম্বার, কাউসার মেম্বার। এ ছাড়াও প্রফেসর মোঃ সাজিদুল ইসলাম, অধ্যক্ষ শাহাদাৎ হোসেন রানা, সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন, অধ্যক্ষ নুরজাহান শারমীন, অধ্যক্ষ সুমনা ইয়াসমিন, অধ্যক্ষ তেলোয়াত হোসাইনসহ স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে ঢাকা সিটি কলেজের সামনে থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের মিছিল নিয়ে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে উপস্থিত হন অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। এ সময় অধ্যক্ষ শাহজাহান সাজুর মনোনয়নের দাবীতে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে ধানমন্ডি এলকা।

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় ডিবিসি চ্যানেল, বিটিভি, সময় টিভি সহ বিভিন্ন টিভি চ্যানেলের ও সাংবাদিকদের সাথে স্বাক্ষাৎকারে অধ্যক্ষ শাহাজাহন আলম সাজু বলেন ১৯৭৫ এর পর থেকে আওয়ামী লীগের হাতছাড়া হয়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া-০২ আসনটি পূনরুদ্ধার করে শেখ হাসিনাকে উপহার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পূনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানান ।প্রেস রিলিজ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares