Main Menu

বিএনপির মিছিল থেকে নৌকা ভাংচুর ও বাড়িতে হামলার অভিযোগ

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে:: ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থীর সমার্থকদের মিছিল থেকে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ার কান্দি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এতে আ.লীগে’র কর্মী নূর ইসলাম ও জুয়েল গুরুতর আহত হয়।

চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ জানান, চাতলপাড় ইউনিয়নে দুপুর বেলা বিএনপির একটি জনসভা চলছিল। জনসভায় যোগদেয়ার জন্য বিএনপির একটি মিছিল ঘুজিয়াখাইল হতে ফেদিয়ার কান্দি আসার পর ওই গ্রামে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর ব্যানার ও নৌকা ভাংচুর করে মিছিলে আসা লোকজন। ফেদিয়ার কান্দি গ্রামের নূর ইসলাম(৫৫) প্রতিবাদ করলে তাকে মিছিলের লোকজন সংঙ্গবদ্ধ ভাবে মারধর করে। স্থানীয়রা এগিয়ে আসলে তাদেরও মারধর করে। স্থানীয়দের সহযোগীতায় গুরুতর আহত অবস্থায় নূর ইসলাম ও জুয়েলকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

রোববার ২৩ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে চাতলপাড় ফাঁড়িতে ফোন করলে তারা কেউ ঘটনা সম্পর্কে কিছু জানে না বলে জানায়।






0
0Shares