নাসিরনগরে বাউল কল্যাণ সমিতির আত্মপ্রকাশ
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বাউল কল্যাণ সমিতির আত্ম প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার স্থানীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও বাউল সংগীতের আয়োজন করা হয়। বাউল কল্যাণ সমিতির সভাপতি ও বেতার শিল্পী মনির হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাফি ইসলাম হৃদয়ের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, কুন্ডা ইউপি চেয়ারম্যান মো. ওমরাও খান, গোর্কণ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ নৌশাদ উল্লাহ। অনুষ্ঠান শেষে বাউল কল্যাণ সমিতির সদস্যদের পরিবেশনায় বাউল সংগীত পরিবেশন করা হয়। |