নাসিরনগরে সফটওয়ারের উপর দিনব্যাপী প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত

0 0
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বে-সরকারি উন্নয়ন সংস্থা “আশা”র উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ৮ টি ব্রাঞ্চের বিএমদের সফটওয়ারের উপর  আই.টি বিষয়ক প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে¡ কর্মশালায় বক্তব্য রাখেন, আশার সহকারী সার্পোট ইঞ্জিনিয়ার (এ.এ.সই) মোঃ জুবায়ের ইবনে সাঈদ, আশার সদর ব্রাঞ্চের ম্যানেজার মোঃ সাফিউদ্দিন, কুন্ডা ব্রাঞ্চের ম্যানেজার মোঃ আসাদুজ্জামান, ফান্দাউক ব্রাঞ্চের ম্যানেজার রথীন্দ্র শীল, চৈয়ারকুড়ি ব্রাঞ্চের ম্যানেজার মোঃ আলী আহসান, হরিণবেড় ব্রাঞ্চের ম্যানেজার আলী আকবর,ভলাকুট ব্রাঞ্চের ম্যানেজার মোশারফ হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার দেবাংশু তালুকদার প্রমূখ। কর্মশালায় বিএমদের   আশার সফটওয়ার  ওপর বিশেষ প্রশিণসহ ুদ্র ঋণদানের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা, শিা, ফরেন রেমিটেন্স সার্ভিস ইত্যাদি  বাস্তবায়নের মাধ্যমে সংস্থার সার্বিক সেবা সহজশর্তে জনগনের মাঝে পৌছে দেওয়ার জন্য সকল কর্মীকে আরো আন্তরিকভাবে কাজ করার জন্য গুরুত্ব আরোপ করা হয়। কর্মশালায় প্রশিণ প্রদান করেন সহকারী সার্পোট ইঞ্জিনিয়ার (এ.এস.ই) মোঃ জুবায়ের ইবনে সাঈদ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares