লাশবাহী অ্যম্বুলেন্সে ডাকাতি
নাসিরনগর সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরাইল সড়কের কুন্ডা বেরীবাধ এলাকাকায় গত বৃহস্পতিবার রাত একটার দিকে লাশবাহী অ্যম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ৮/১০ জনের সংঘবদ্ধ ডাকাতদল সড়কে ব্লক ফেলে লাশবাহী অ্যম্বুলেন্সেটি আটক করে যাত্রীদের নগদ টাকা, স্বর্ণালংকার ও চারটি মুঠোফোন সেট সহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। পরিবারের লোকজন জানান, নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের কাসীপুর গ্রামের বাসিন্দা অরুণ চৌধুরীর স্ত্রী রতœবালা (৪০) বৃহস্পতিবার রাতে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে মারা যান। পরিবারের লোকজন রতœবালার লাশ নিয়ে একটি অ্যম্বুলেন্সযোগে বাড়ি ফিরছিলেন । রাত একটার দিকে ডাকাতরা অ্যম্বুলেন্সের গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে নগদ হাজার টাকা, তিনটি মুঠোফোন সেট , চালকের কাছ থেকে আড়াই হাজার টাকা ও একটি মুঠোফোন সেটসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে নাসিরনগর থানার ওসি গোলাম ফারুক বলেন, এ রকম একটি ঘটনার কখা আমি শুনেছি । তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। |