ব্রাহ্মণবাড়িয়া -১ আসনে মনোনয়ন প্রত্যাশী বিজেপির গণসংযোগ

0 2

এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর হতে::  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের ১৩টি ইউনিয়ন ঘুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) থেকে নাসিরনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ বকুল খান। গত এক সপ্তাহ ধরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। এ সময় ভোটারদের কাছে বিজেপির পক্ষে ভোট প্রার্থনা করেন।

নাসিরনগর উপজেলার মাঠ পর্যায়ে তৃণমূল নেতা-কর্মীদের পাশাপশি কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন তিনি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া -১ আসনের বিভিন্ন ইউনিয়নের মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

নাসিরনগর উপজেলার নেতা-কর্মী ও সমর্থকসহ বিভিন্ন পেশার মানুষ জানান, মোঃ বকুল খান ইতিমধ্যে গরিবের বন্ধু এবং ‘কর্মী বান্ধব নেতা’ হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি পেয়েছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares