বি.এম.ফরহাদ হোসেন সংগ্রাম শপথ নিচ্ছেন ২১ মে ২০১৮

0 1

এম.ডি.মুরাদ মৃধা॥ নাসিরনগর হতে। ব্রাহ্মণবাড়িয়া -১(নাসিরনগর) আসনের এমপি হিসেবে বুধবারবার শপথ নিচ্ছেন বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দুপুর ১২টায় তাকে শপথ পাঠ করাবেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৯মার্চ সোমবার দশম জাতীয় সংসদের ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ শূন্য আসনে উপনির্বচানে গণপ্রতিনিধিত্ব আদেশ,১৯৭২(১৯৭২) সালের রাষ্ট্রপতির আদেশ নং ১৫৫) এর অনুচ্ছেদ  ৩৯ এর দফা অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন হইতে প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রামকে এমপি হিসেবে গেজেট প্রকাশ করেছে সরকার।
গত ১৩ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আ.লীগের মনোনীত প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম(নৌকা) প্রতিকে ৮২ হাজার ২‘শ ৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রেজওয়ান আহম্মেদ ((লাঙ্গল) প্রতিকে ৩৩ হাজার ৫ শত ৮৬ ভোট পান।
প্রসঙ্গত,ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে এ আসনের এমপি পদ শূন্য হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares