নিখোঁজ সংবাদ

0 2

nikhouj

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধিঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের মোঃ আজব আলীর ছেলে সিংহগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র মোঃ মোশাহিদ (৯) কে শনিবার থেকে পাওয়া যাচ্ছে না। জানা গেছে তার খালাত ভাই হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার লাখাই গ্রামের মৃত সহিদ মিয়া ছেলে মোঃ এরশাদ মিয়া (৩০) ঢাকা মহাখালির মোজা ব্যাবসায়ি বুধ বার সকাল ১০ ঘটিকায় বাড়ী থেকে কাজের কথা বলে মোশাহিদকে নিয়ে বাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। শুক্রবার পযর্ন্ত মোশাহিদ তার কাছে ছিল। শনিবার থেকে তার আর কোন খোজ পাওয়া যাচ্ছে না। এরশাদ ব্যবহারিত মোবাইল ফোন ০১৯২৩-৫৫৭৬০২. তে বার বার ফোন করলেও এরশাদ তার মোবাইল রিসিভ করেনি। এ বিষয়ে মোশাহিদের দাদা মোঃ রজব আলী জানান থানায় সাধারণ ডায়রীর প্রস্তুতি চলছে। কোন সু হৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে উল্লেখিত মোবাইল নম্বারে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল। মোবাইল নং ০১৭৮২২৮৪১৬৪. আশরাফ ০১৭৭২৩৭৮২৪৪. সামসু চাচা

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares