নাসিরনগর সরাইল সড়কে ডাকাতের কবলে পুলিশের কর্মকর্তা

0 1

dakat_policeনাসিরনগর(ব্রাক্ষণবাড়িয়া) সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আশুগঞ্জের নৌপুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) কুপিয়ে গুরুতর আহত করেছে একদল ডাকাত। এ সময় ডাকাতরা মলয়ের কাছ থেকে পুলিশের পোশাক ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।

এ ঘটনায় নেকবর (৩০) ও হবি পাঠান (৩৫) নামে এলাকার চিহ্নিত দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার তুল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এসআই মলয়েন্দ্র নাথ রায়কে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, রাতে মলয়েন্দ্র তার কর্মস্থল আশুগঞ্জ নৌপুলিশের কার্যালয় থেকে সিএনজি অটোরিকশা যোগে নাসিরনগর উপজেলা সদরে আসছিলেন। পথিমধ্যে উপজেলার তুল্লাপাড়া এলাকায় একদল স্বশস্ত্র ডাকাত মলয়েন্দ্রের সিএনজি অটোরিকশায় হামলা চালায়। এ সময় ডাকাতরা মলয়েন্দ্রকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। পরে ডাকাতরা মলয়ের কাছ থেকে তার পোশাক ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন রাত দুইটায় আহত এসআই মলয়েন্দ্র নাথ রায়কে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যায় বলে জানান ওসি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares