নাসিরনগর কুন্ডা ইউনিয়ন বি এন পির মনোনয়ন ফরম নিলেন এডঃ মোঃ নাসির উদ্দিন ভুইয়া

0 1

2016020214302120160202083237নাসিরনগর(ব্রাক্ষণবাড়িয়া)সংবাদদাতাঃব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বি এন পির মনোনয় গ্রহন করলেন এডঃ মোঃ নাসির উদ্দিন ভুইয়া।বুধবার বিকাল সাড়ে চার ঘটিকার সময় উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক এম এ হান্নানের নিকট থেকে তিনি মনোনয়ন ফরম গ্রহন করেন।এ সময় উপস্থিত ছিলেন কুন্ডা ইউনিয়ন বি এন পির সভাপতি হাজী মোঃ সোনা মিয়া,সহ সভাপতি মোঃ ইসমাইল মিয়া,মোঃ এমদাদুল হক ভুইয়া,সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম মোঃ মাসুদ চৌধুরী,হাকিম ভুইয়া,মাসুদ ভুইয়া,মোঃ রফিকুল ইসলাম,মোঃ হোসেন মিয়া প্রমুখ।জানা গেছে এডঃ মোঃ নাসির উদ্দিন ভুইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দর বি এন পির কাযৃকরী সদস্য ,ঢাকা কলেজ সাবেক ছাত্রনেতা ও ব্রাক্ষনবাড়িয়া জেলা আইনজীবি সমিতির সদস্য।উপজেলা বি এন পি অফিস সুত্রে জানা গেছে এ পর্যন্ত তাদের ১৩ টি ইউনিয়নে ৩১ টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে । এর মাঝে চাতলপাড় ইউনিয়নে ১টি,ভলাকুট ইউনিয়নে ৩টি, কুন্ডা ইউনিয়নে ৩টি ,গোয়ালনগর ইউনিয়নে ২টি ,নাসির নগর সদর ইউনিয়নে ৬টি ,বুড়িশ^র ইউনিয়নে২টি ,ফান্দাউক ইউনিয়নে ২টি,গুনিয়াউক ইউনিয়নে ৩টি ,চাপরতলা ইউনিয়নে ২টি,গোর্কণ ইউনিয়নে ১টি ,পূর্বভাগ ইউনিয়নে ২টি,হরিপুর ইউনিয়নে ১টিও ধরমন্ডল ইউনিয়নে ২টি ফরম বিতরণ করা হয়েছে ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares